ঐ মুখ পোড়া জোছনা করে স্লান
রাতের গায়ে শুধু পরশমাখা কত না
সোনা মনে আলপনা করে মৃদূ ছোঁয়া-
ঝিলকিয়ে যায় ক্ষণে ক্ষনে হাসিমুখ
ভরা শত বেদনা রাঙা লাল লঙ্কার ধোঁয়া !


কচরিপানা জল ঢেউ ভাসে দেহসুখ
শুধু চর জাগা কৃষ্ণঘরের উঠানে এসো না-
পাথর গড়া বিবেকের স্মৃতিমস্তক-
পোড়া জোনাকির মিটিমিটি আদর করা
আলোর সজ্জা এতটুকু জ্বলবে না।


অনাকাঙ্খিত বয়ে যাবে লঙ্কাধোয়ার ছায়া
বিদায় মেলাতেও রেখো না এতটুকু মায়া ।


০৩/০১/১৭
=======