বড় ভ্রতার সবকিছুতেই তার খুব পছন্দ
ডাকার সুরে সুরে কত না মায়ার ছন্দ !
সরিষা রঙের ফুটফুটে পাঞ্জাবিটা আলফির-
গায়ে রাখে, মুখে ফুটে হাসিমাখা আনন্দ ;
একজিৎদে তার রতন, বুঝে না সে দণ্ড-
ওটা কি ? বড় ভাইয়ের স্বার্থ রক্ষায় মগ্ন !
বিড়াল ছান্না- কুকুর ছান্না দেখে কত প্রশ্ন
ওর দৃষ্টিপুড়া ভাবুতে দেখি হাজারো দৈন্য-
বিবেক পশুর মাঠ জুড়ে কালোদেহ শূন্য !
হলুদ পাঞ্জাবির স্বপ্নঘোরে রেখো না অপুণ্য-।


০৪/০১/১৭
=======