গ্রীস্ম নেই -বর্ষা নেই- তবু কেনো
গাছের গুড়ালি থুবুর থাবুর নড়ে !
কেমন করে উঠবো গাছের মাথা বয়ে-
মই লাগলে গাছের শুরবুর করে;


ফাল্গুন ডালে বসাইয়া- গান শুনানোর
ছলে গাছ- টিঁয়ার প্রেমে পড়ে !
ময়নার মগডাল ভাঙ্গে দিয়া কি ডাল গড়ে


গড়া ডালের বাঁকে বাঁকে-
কত না লতাপাতা ঝরে-মৃন্ময়ী সাদা রঙে
শুকনো পাতার ধোঁয়া হয়ে উড়ে।


১১/০১/১৭
======