জীবন চলার পথে স্বজনপিরিতি না থাকলে
জীবন অচল ঠিক ব্রিটিশ দের রেখে যাওয়া
রেলগাড়ির মত !
সম্পর্ক টেনে নিয়ে আসে স্বজনপিরিতি
ঠিক রজনীগন্ধা আর পাপড়ি শুকে গেলো
মাটির ঘ্রাণ পাওয়ার মতো;
এক সংসার মন কুড়ে কুড়ে খাচ্ছে স্বজনপিরিতি
ঠিক উইপোকার মতো-
হায় স্বজনপিরিতির কাছে ঈশ্বরের ভয় নাই
মুত্যূ হইলেই যেনো সবশেষ তাই শুধু দীর্ঘজিবি হও-
ঠিক পিরামিডের মতো ।
আর আমাবস্যার রাতের গায়ে ভয় দেখাও
ঠিক স্বজনপ্রেতাত্মার ভুতের মতো।
২৮/০১/১৭
=======