কি নেশা সেই ঘ্রাণ পরলে পলক
মাথার আড়ি ঝিনঝিন করে মনের চলক-
হালকা পাতলা নেশার লম্বা গড়ন !
ঝিলিক মারা শুকনো সবুজ রঙের ধরণ।


হাসি ছড়ায় পাগলা খিয়ালে –
কথা কয় মুখটি চাবি আকাশ চেয়ে;
মেঘ বৃষ্টি ঝরায় সন্ধ্যা কি বিকালে
শুধু ভবের খই ফুটা বিষাদ খেয়ে


সেই নেশা চাই উড়া ঘ্রাণ চাই-
পলক পরুক নামহীন গোধূলীর বেলায়
সেখানেই শুধু অন্তসীমানায়
রয়েছে ভাবের উগ্র চরণের প্রণয় ।
৩০/০১/১৭
-----------