সেদিন রাতের নিরব কান্নাছিল
সান্ত্বনার মিষ্টি রস শুধু কষ্টবর হলো-
তবুও সকাল কাঁদে দুপুর কাঁদে
কাঁদে না নিয়তির সত্যটুকুর কুল !


কুলের লাঙ্গল চাষে হয়েছে বিনষ্ট
ফসলী জমির শস্য করেছে পিষ্ট-
হাহাকার আর নিরব কান্না চাই না,
চাই না আঁধারযাত্রীর একমুঠো যন্ত্রনা।


সকাল আসে দুপুর আসে -আসে রাত
তবুও নিয়তির বাঁধাঘর হয় না শান্ত।
৩১/০১/১৭
======