দৃষ্টির সীমানা কিংবা কল্পনার আরাধনা -যায় বলি না কেনো
শুধু ফুল ফল ,পশু পাখি, শস্য শ্যামল ,মাটি জল-আকাশ বাতাস
বলো ! আর কি আছে বাঁকি সমস্ত কিছু যে তোমার বন্ধু -বন্ধু !
ভাবতে পারো, তোমার বায়োস্কোপের দৃশ্যপটে কে শত্রু ?


ভাবছো তুমি -কুকুর বিড়াল কিংবা বাঘ অথবা হিংস্র কোন প্রাণী
একটু রাগে একটু সুযোগের ফাঁকে -ভাবছো বসে চুপি চুপি-
জ্ঞানের পরশ বুনানো পাশের মামুনটি ? ভাবছো শত্রু আর শত্রু।


সবিই যে তোমার জন্য ক্ষুধা লাগলে খাদ্য খাও
গরম লাগলে বাতাস পাও হিমশীতল বৃষ্টি পাও
তাহলে বলো দেখি -বলো - কে শত্রু - শত্রু কে ?


বলতে নারাজ দাও ফাঁকি- হাত পা মুখ চোখ ঠোঁট আর কণ্ঠনালী
সমস্ত যে শত্রু তোমার -ভাবতে বসে চুল খাওনো দেখ সোনালী-
দেহের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা ক্ষতবিক্ষত করো- তবে শত্রু হবে
না বন্ধু হবে বলো ! ভাবতে পারো নিজের বোধে করছো-
শত্রু সর্বনাশ।
০৪/০২/১৭