দেহের সোনালী ছন্দপতন হয়েছে- সবটুকু বালুময়
স্বপ্নরা কুঁড়েছে সাহারা মরু ক্ষয় !
তবুও মনমাঝি চলছে শঙ্খচিল মাছরাঙার ডানায়-
পুস্পরত ফুল ফল ঘাসফড়িং বৃষ্টিতে ভিজে যায়;


আর একমুঠো ধূলির শ্লোগান করেছে স্পর্শকাতর
স্মৃতির জলতরঙ্গ ছন্দদেহের !
শুধু অজানা দূরত্বের সাজিয়েছে বুঝি বাতিহীন ঘর-
জানালার ফাঁকে নক্ষত্রগুলো করেছে নিশাচর বর।


তবুও ছন্দহীন দেহ একলা পথের রথ !
০৭/০২/১৭
-----------