ভাবনার দু’চোখে কিছু গোপনীয়তার নশকিগাঁথা
রয়ে যায়
নাথ নদীর তরঙ্গ ভেলায় শুধু রক্তচর সীমানা
কেন বুঝায় ?
চৈত্রের খরাদুপুর পেঁতনির গা বাতাসে
তেঁতুলতলায়-
এক গোপনীয়তার রাঙা পায়ে ছিড়ে ছিড়ে খায়।


রবির যখন সন্ধ্যা দুচোখে তখন চাঁদের অন্ধকারে
দেখো তামাদে পাতিল
সুখের চুলাতে সত্যের ঝিলিকে গোপনীয়তা
হয়ে যায় বাতিল;
ঠিক জেনো জ্বলান্ত বাদানলের মাঠ-
পুড়ে গেছে কণ্ঠনালী সমস্ত খালবিল পথঘাট;


গোপনীয়তা কি রেখেছো তোমার দেহ তরঙ্গ ভাবঘর
শুধু খোজে ফিরে পরিত্যক্ত ছাইয়ে নীলা সর-
উড়ন্ত মেঘের দুরন্ত রঙধনু গায়ে গোপনীয়তার
মৃত্যুর ছায়া ধূলি !
তবুও ছাড়বে না,ইতিহাসের ঠোঁট পত্রিকায় প্রকাশিত
গোপনীয়তার বর্ণগুলি।


০৮/০২/১৭