যে পাতে খায় রে- ওরা আগে
সেই পাতে পেটটা মুছে হাগে-
স্বার্থের দিকে মকমকায়া পরে
জীবন ঘুমাইলো জঙ্গল ধারে !


কি বুঝবে আর ওরা পাতিলপুড়া
বাঁশপাতা আর কাটকাটালি ঝার-
তবুও ওদের মন ভরে না খরজলে
পুষাস্বার্থ ফুরালে দেখাও অহংকার;


শুধু ওরা যে পাতে খায় রে আগে-
সেই পাতে পেটটা মুছে হাগে !
হায় হাগার ছলে ছলে রাতটি পুহালে-
এপাত সেপাত সবপাত গেলো ভুলে।
০৯/০২/১৭