আমি এক সূর্য দেখি শুধু ভালোবাসার গহীন আলো
সেই আলোতে পাই পূর্ণিমা রাতের, স্বান্ত্বনা নক্ষত্র !
বকুল চস্পা হাসনাহেনা দেখো -দেখো আমাকে ছোঁয়তে চায়-
শুধু বনলতাসেনের চুলে -রূপসী বাংলার সংস্পর্শ ঘ্রাণে।


ভাবছো বুঝি ! চৈত্রের খরতাপে পুড়ে যাবে-
ভস্ম ছাইয়ে বৈকালি মেঘ হবে সমস্ত ভালোবাসায় ভিজে দিয়
প্যান্টের পকেট বুকের পাঁজর আর মুখমণ্ডলের চারপাশ !
ভালোবাসাগুলি পৌছে যাবে সূর্যের গহীনে;


তুমি চাঁদ বলে ! ঘোর শ্রাবণের অমাবস্যা চিনো না- না
চিনবেই বা কেমন করে কখন অমাবস্যা এসে যাবে
জানবেই না ! শুধু সুর্যের একরাশ পরশ থাকবে-
তাতেই ছায়া পরে যাবে সুশ্রী মৃত্তিকায় ভালোবাসা আর ভালোবাসা।
১৪/০২/১৭
---------