যে বর্ণমালার প্রেমদিয়েছিল যুগান্তর
মাতৃভাষার সুরছন্দ পেয়েছি পদধ্বনির উত্তর-
লাল সবুজের বুকে গর্ব হয়ে গর্জে উঠুক
বোধ চেতনাময় একুশে ভরা অন্তর!


প্রেমো লাল গোলাপ ফুলের পুস্পসিক্ত করি-
তোমার চরণ ধ্বনির স্মরণে আহা কি মরি মরি;
রক্তের দাগে এতো সুর ছন্দ ‍কি করে ভুলি !
তুমি যে আসো শুধু একুশের প্রভাতফেরি।


আবার একটা নতুন কবিতার জন্ম হবে-
যুগ যুগান্তর জুড়ে -বর্ণমালার প্রহর।
২০/০২/১৭
-----------