-কৃষ্ণচূড়ার নিচে ধপাস করে আওয়াজ
স্বর্ণের আয়নাটা ভেঙ্গে গেলো বুঝি-
কোন দিন আর ! সাজ সজ্জার
ছায়া মুখ দেখা যাবে না-দেখা যাবে না-
সবকিছু ভুলে যাবে মায়া ভরা এই ছবি-


তখন সমস্ত ছবির ফিল্মগুলো হয়ে যাবে-
ওয়াস করা এক সিনামার মাঠ ঘাট-
কখনো কালবৈশাখী -চৈত্রের খরাদুপুর;
এই ক্লান্তি দেহে বিষাদের নোনাটে স্বাদ,
সবিই ঘুমে পরবে ছায়া মুখের খাট !


হু বোঁটের ঝরা দুধ খাওযার কৃতজ্ঞাবোধ
শুধু শূন্যের ঝড় হাওয়া ধ্বসের ক্রোধ-
তবুও আয়নাটা আজো ঝিলিক মারে
ছায়া ঘিরা রঙিন ধুসর মুখে আর মুখে-
কত পররে রৌদ্রের মায়াসজল চোখে।
২১/০২/১৭
=======