সোনার চৌকাঠটা আমার বন্ধ হলো
শুধু তোর চৌকাঠটা খুঁলব বলে !
সেখানে রেখেছিস বারুদের এতো ধার-
অল্প সল্প বুঝলাম আমি জ্বলে দাবানলে।


দক্ষিণা জানালার ভাবঘুরে দিনকাল
পূবালী বাতাস থেমেগেছে চিরকাল-
শূন্যর মাঝে চৌকাঠ করচ্ছে সিসিমফাঁক
নানান রঙসাজলাম মাটির সঙ্গে খেলে;


খেলা আমার আঁধার ঘরের অবোঝ
কেউ খুঁলে না চৌকাঠের সরোজ-
সু-গন্ধ উড়ে যায় কাশফুলের মতো
শৃঙ্খছিল হইলাম শুধু বেলাশেষে ক্ষত।
০৪/০৩/১৭
-----------