এই একটু দাঁড়াও- এই একটু দাঁড়াও-
তোমার স্বাধীনতা নিয়ে যাচ্ছো ঠিক !
আমার স্বাধীনতাকে করচ্ছো ‘রক্ত ঝরা মার্চ’
মনের চেতনাতে,একাই কাটচ্ছো রাতের আচ।


নিজেরটাকে চিন আর বোঝ -অন্যের টাকে
কর খর্ব -কতটুকু রাখতে চাও পরাধীন-
দেখো ঐ মুক্ত আকাশ –দেখো একদিন
ভোরের সূর্য হয়ে পেয়ে যাবো স্বাধীন আর স্বাধীন;


আর মিছিল করবে না কানামাঝির খেলাবে না-
স্মৃতিতেই কাঁদবে শুধু ‘রক্ত ঝরা মার্চ’!
তোমার আচলের নির্বৃত্তে আমার বার মাস-
এতটুকু শোক বয়বে না দক্ষিণা জানালার পাশ।


প্রতিধ্বনীর আওয়াজে মুখরিত- এই একটু দাঁড়াও-
একটু দাও স্বাধীনতা -দেখো স্বাধীনতার বুকে সবুজ ঘাস।
০৬/০৩/১৭
------------