চেয়ে থাকার হরণীচোখে
জলহস্তীর ঢেউ
নিরবতায় উষ্ণচূড়া ভেঙ্গেছে কেউ-
সাজহীন শোকের কাজলে
আজ ডেকেছো মুখ
জেনো প্রেমযমুনার ধু ধু
বালুচরের উড়ছে সুখ!!


তবুও মায়াবী জোছনা রাতের
ময়না টিয়া সুরেলা কণ্ঠের মতো
আর গান গাঁয় না -
ঠিক শকুন,শৃঙ্খচিন আর
কানাবগীর মতো
মাংসপেষীর ধূসরগন্ধ করা
মাতল আর বয়বে না;


শুধু শুধু জলহস্তীর ভিজানো
জলের ঢেউয়ে ভাবনার বিষুবছায়া
পরেছে বেওজর মেও!
বিড়াল চোখে আর বানর চোখে-
দৃষ্টির আরালে চেয়ে চেয়ে
থাকবে না আর কেউ।
০৮/৩/১৭
=======