পিরিতি শঙ্খচিলে শীতল ভরা রাত-
উষ্ণপাহাড় ছোঁয়েছি দীঘল হাত !
বলবে না কথা, দুর্বা ঘাস আইলপাথার
পিরিতির চোখে শুধু নীলদিগন্ত সমাহার।


পছন্দের ঘণ বনে হাটুখানী তছরূপ
তবুও অপছন্দের ভীতরে নিঠুর কূপ-
এখনো প্রেম হয় রোদ্দুর ছায়া ঘিরে
শোকবহ রাতের জল শুকনো তিরে!


ভাল আছে শুধু গোলাপের বাগান
আর সু-গন্ধ মুখর বকুল ঝরা রাত-
যতোই আসুক না প্রেম সাজির ক্ষত
স্বপ্ননিরালায় পিরিত ছাড়বে না সত্য।
১০/০৩/১৭
-------------