কখন যে তোমার প্রজাপতির ভুবনে
পুতুল বিয়ে হয়েছিল কবে- সন তারিখটার নেই মনে –
আসছে বুঝি ‘বিবাহ বার্ষিকি’ কি দিবো ভাবছি, এ ক্ষণ জুড়ে !
আচ্ছা জানো ! জয়যাত্রা আর নবযাত্রার মানেটা কি ?
সত্যিই কিন্তু ! জানি না- জানি না- না-
যেতটুকু জানি –এই সব জলে ডুবিয়ে যাওয়া;
সেই কবে প্রেমযমুনায় ডুবদিয়েছি-
এখন আর ময়ূরের মতো কেউ দেখলে না ?
স্বার্থপর তোমার সব প্রজাপতিরা !
ভুল করেও কোনদিন কাকের মতো খোঁজ খবর নিলে না-
যেদিন জয়যাত্রা নবযাত্রা চোরে উড়াল দিবো
সমস্ত রঙের নীলবেদনা হবো,
জেনে নিয় তখন নৈঃশব্দে নৈঃশব্দে মনে পরবে
প্রজাপতিরা- বিশ্বাসঘাতক।


১৬/০৩/১৭
========