সেই অজোগাঁয়ের বন্ধুর সাথে দেখা হলো
এস এমই মেলা ছুঁয়ে - ছুঁয়ে-
হঠাৎ করে চামেলী ফুলের খবরটা ঠিকি নিলো-
কিন্তু চামেলী ফুলের
প্রণয় ভরা গন্ধের কথাটা ! নিঃচুপ বেহালার
তুলা সুরের মতো শুনালো না ;
এখানেই শুধু স্মৃতির পিউনোটার তাল লয় শুরু হলো–
বন্ধুর অজোপাড়া গা সেকি আর জানলো
আর বুঝলো
ততোপর সেই মিশরীয় পিরামিট হয়ে গেলা
সমস্ত ধ্যানধারণা-
কারণ দু’চোখের আরালে শুধু আকাশটা নীল
যমুনার পাশে কাশবন
বন্ধু আমার অজোগাঁয়ে রয়ে গেলো
ঠিক গ্রোয়নবাধের বুকে সারি সারি বাধ আর বাধ
ঐ শাহাপাড়ার পুজফুলের ধূসর গন্ধ।


২০/০৩/১৭
=======