লজ্জাবতির লাজুক লতাপাতা শুকে গেছে-
ঝরে গেছে ঐ ভীষণ গ্রীস্ম খরায় !
কত না ঋতু চলে গেলো –হিসাব নাই
শুধু বসন্ত আসবে কবে-সেই অপেক্ষায়।


ডালপালা রেললাইনেই ঘুমায়;
হয় তো কেটে যাচ্ছে তীব্র যন্ত্রনায়
এ রেলগাড়ীর ধারালো চাঁকার পিষ্টায় !
সেই উষ্ণ পরশ ছোঁয়ে যাবে কবে লতাপাতায়;


নিঠুর ফাল্গুন শিশির দাও অঙ্কুর হবে
জল লজ্জাবতি শুধু ছুঁয়ে যাবো লতাপাতায়-
প্রশান্তির মহনায় ঘুমাবো বসন্ত চূড়ায়
ফুটবে জল লজ্জাবতিরায় ।
২৭/০৩/১৭
-----------