রূপপরী হাতিরঝিল দেখা যাচ্ছে, কখনো জ্বলে কখনো নিভে
বে-লাজুক লাইট আর কয়েকটা জনসমুদ্রর ব্রীজ-
ব্রীজের চৌকস কণে জলমাটির ঢেউ খেলে যাচ্ছে আর যাচ্ছে !
কিছুক্ষণ রূপপরী হাতিরঝিলের এ পার -ও পার;
ক্ষণীকের জন্যে বে-লাজুক লাইটের সংস্পর্শে জ্বলছিলাম- জ্বলছিলাম।


বেশ ত ! হঠাৎ মুখও উজ্জ্বল ভাবনা তরে যমুনা পারের গ্রাম-
কত না স্মৃতি বিস্মৃতির বিচরণ- ঠিক বোয়াল ,মাগুর,
টেংরা মাছের মতো খিলবিল করছিল !
দু’ঠোঁটে ক্লান্তি নেই কোন দিখে যে তাকাবার সময় নাই,
কি উচ্ছ্বস ভরা শুধু গালগল্প আর গল্প –


তবুও মাঝে মাঝে ঝলছে যাচ্ছে, ফুরুদ ফারুদ শব্দ আওয়াজে
একটা, দুইটা কিংবা লিচুঝুপার মতো রূপপরী লাইটগুলো
অতঃপর সন্ধ্যা ভোজের টেবিল হইলাম -পুষ্টিসাধ্য সরবত খাইলাম-
এ ভাবেই -ফুরিয়ে গেলো ঠিকানা স্বর মৃত্যুর দিকে
আর রূপপরী তেমনী পরে থাকবে বে-লাজুক লাইটগুলো জ্বলবে।


২৮/০৩/১৭
------------