চোখে কালমেঘ ভেসে যাচ্ছে-
হাসির আরালে ঠোঁটে ফুটেছে
রঙিন রঙিন ফুল !
শিমুল কৃষ্ণচূড়া ব্যাথার দুল
ধূসর মাটির পরশে প্রজন্ম
হলো বংশ কুল;
আমি হাল ছাড়া -কুল ছাড়া-
ছা-গো -প চড়ানোর রাখাল
পাই বেদান্ত ফলেল-
গুণছে ওরা ভবিষ্যৎ বাণী
-অঙ্কুর হচ্ছে নাকি কলি !
দেখি সব ওলি।


২৯/০৩/১৭
-----------