সোনা মাটিরে তোর -স্বপ্নদেখার ঘোর কেটেছে-
দূরে যাওয়ার পাল্লাটা পিচলেছে ! হারিয়ে গেছে পথের পাঁচালি
আজকে তোর ঘোর কেটেছে -মন হতে চায় প্রজাপতি !


তাই তো সোনাধনায় বলেছিল- যেদিন কাটবে ঘোর-
বুঝবে পথের চোমোড় কিছু মেঠোপথের ধূলি-
শূন্যবিবেক স্বার্থরথ কি করে উড়াবে সুখের ঘুড়ি


চাঁদের বুড়ি মেখে দিয়েছে হাজার আড়ি বাড়ি-
হাড়ি ফোঁটেছে কি বুঝবে ঢুকেছে ওলি গুলি।
মাটি তোর একটুখানি ঘোর কেটেছে ।


০১/০৪/১৭
==()===