চল যাই-চল না যাই- সেই নগ্ন মগ্নতার ছবিহাটে !
সেখানে ছিল দুষ্টুমিমাখা বেঞ্চ রুম জানালা, বারান্দা
আর নানান রঙে রাঙানো ঘাসের মেঠোপথে মাঠ ঘাট ;
সেখানেই চল -চল না যাই -একটু মুখমণ্ডল মগ্নতা হই।


আজও নব্যউদ্দামে শিখার প্রদ্বীপটা জ্বলছে
শুধু নেই ফজলু স্যার -এখন নিত্যনতুন কত মাস্টার ;
দেয়ালের ফোটার মাঝে নগ্নতার ধূলিবালি-
রেখেছিল কেউ ? কার আছে ফু দেওয়ার সাহস
দিলাম ফু ! তারপর কান ধরা আর কঞ্চির আঘাত-
বল না - বল না তোদের মনে পরছে কী ?


চল যাই চল না যাই -সেই প্রাইমারি স্কুলে
সেথায় গেলে এতটুকু পাবি নৈসর্গিক পরশ সুখ-
সত্যিই বলছি - চল যাই-চল না যাই- একদিন
আমি রোজ নগ্নতাই মাখামাখি করি-
বুকের পাজরে স্মৃতির কি প্রসববেদনা তুলি
তবুও সেই বেদনাতে ভাঙ্গেনা ঘর শুধু মধুর লাগে
-গড়তে চায় নতুন কোন ঘর -
মৌমাছির দলবেঁধে আসবি তোরা বল?
চল যাই-চল না যাই- প্রাইমারি ইস্কুলে উপর ।
০৩/০৪/১৭
----(০)----