হিংসা দেখেছি সুনামি আর নাফ নদীর মতো
ধ্বংস দেখেছি ভুমিকম্পন আর হিরোশিমার মতো-
ভালোবাসা দেখেনি জ্যৈষ্ঠমাসের আম জাম কাঁঠাল
স্বর্থহীন দেখেনি দুধে ভেজা রসফলের ভাত।


তবে কি বাস্তবতার গাঁয়ে কাল্পনিক অভিনয়-
বেঁচে থাকার নামে দেখছি শ্বাসরৌদ্র ইটভাটার পরিচয়!
কুয়া পাথরের ক্ষয় হয় ওখানেই ভয় হয় না পরাজয়;


এখনো দেখছি ভালোবাসার রক্তমোক্ষণ
আর হিংসাক্রোধের শুধু যে জয়ের মেঘলা রোদন-
এতোপর দেখি সমুদ্র ঢেউয়ে, দু’য়ে ভাসার বারণ।
০৬/০৪/১৭
----------