সবুজ পাতর উড়ানি বাতাসের কায়া
রাঙা টিয়ার ঠোটে করে না মালিঙ্গচার মায়া –
দেহের ভাজে ডানার ‍উষ্ণপরশে উড়ুধরু ছায়া;
কায়া আর মায়াগুলো আসমানিদের খেয়া
চাঁদ তারা মধ্যদুপুর নক্ষত্র উপর পরে-
ভাবনার দু’পলকে বটপাতার ছোঁয়া !
কচুর পাতার শিশির বিন্দু বিন্দু-
জলের তলে ভেসে যাওয়ার ছায়া।
১২/০৪/১৭
=======