ভাবনার চোখে পাপর ভাজা ছানি পরেছে; এই বার বুঝিবিষুর বাপের চশমাটা লাগবে ! কথায় পাবো চশমাটা ?
সেই স্কুলের হোসেন স্যার বলেই গেছে ‘‘ কচুভত্তা কচুর ডাল খাবি’’ চোখ জড়া আর ভাল থাকে কই, সেই কচুই বা কথায় পাই? আরে না -না একটু তো বয়স হয়েছে না; পাওয়ার ল্যাস ক্ষয় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে গ্লাসটাও খুজেই পাই না।
না এবার বুঝেছি টুনের ভাইয়ের চশমাটা চাই।
ডাবগাছের পাতার চশমা হলেই হবে বুঝি !
আমাদের বোডঘরের দক্ষিণ পাশের চশমার দোকানটাছিল না? সেখান থেকে কিনতে হবে চশমাটা।
এখানে তো হজার ফ্যাশান যুক্ত চশমা! অনেক ভয় হয়- যদি চশমার ফ্রেম কাচ ভেঙ্গে যায় তাহলে চশমার আরালে ঘোর অন্ধকার।


১৩/০৪/১৭
----------