===================
যেটুকু হাঁটছো পথ, তোমার পথের
মাঝে থাকতে হবে নিজস্ব চিন্তা বোধ
ভালমন্দ বুঝতে হবে-কোনটা আগে-
পরে- স্বার্থটাকে দিতে হবে তেপান্তর


আত্মাবিশ্বাস রাখো ধর, বিদ্বেষী অহমিকা
ছাড়তে হবে- স্রষ্টা পুজারী চিনতে হবে-


নইলে তুমি পথভ্রষ্ট পথিক হবে- সমস্ত স্বপ্ন;
ঠোঁটের আদরে যাই বলো না- বাস্তবতার
মিল থাকতে হবে- এবার ভাবো গর্জে উঠো
এখন শুধু পথ হাঁটার সময়- পথ চিনার সময়।


১৮ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০২ জানুয়ারি ২০
----------------------------------------