===================
ও পাখি বাসা বাঁধে
আপন মাইমান্বিত করে-
ও পাখি বাসা বাঁধে-
মুক্তমন! হাওয়ায় হাওয়ায় দুলবে বলে
ও পাখি বাসা বাঁধে-
অজানা পথের ঠিকানা শূন্য মেঘে ভাসে
ও পাখি বাসা বাঁধে।


স্বপ্ন নিশান উড়ে- উড়ে
কাজল দিঘি অম্লান করে –
তবুও হাজার কারুকার্য থাকে
আপন অসম্পূর্ণ কাজ শুধু কাদে!
দুঃখ শুধু মেঘহীন শ্রাবণের স্নান-
সবুজ খাঁচায় আঁধার নীলে-
মাটির কুল জুড়ে থাকে!
প্রেমহীন শঙ্খ নীড়ে ও পাখি
ও পাখি বাসা বাঁধে।


০৬ মাঘ  ১৪২৬, ২০ জানুয়ারি ২০
-------------------------------