====================
নদের পুষ্যি ঘাটে
আর পারি না রাখতে ধরে কঠিপাথর;
ভেবেছি যত বার- বাঁধবো বাঁধ-
নদীর চারপাশ !


তোত বার উচ্ছলে উঠে-
স্মৃতির নদে মেঘলা আকাশ;


অতঃপর জল পাড়ায় বহে না
আর সুবাস চন্দন-
ভিজে যায় বেদনার পরশ পাথর
জলমুখি ক্রন্দন;
পাঁজরে রাঙিয়ে আছে একটুখানি
প্রণয়ের শব্দাড়ি কোষ-
ঢেউয়ের বাঁকে নীলাঞ্জনে হবে না
আর মৃত্যুঞ্জয়ী পোষ।
০১-০৮-১৮
-----------