এক একটা প্রশ্ন যখন  
গোচি মাছের মতো বাহির  
হতে লাগলো- উত্তরগুলো  
তখন ইলিশের মতো, না  
লাগলো স্বাদ- না দিলো আশ;  


কেনো জানি লজ্জাবতির  
দেহে কালবৈশাখির মেঘ!  
কিছুতেই আর থামলো না  
অথৈ শ্রাবণের জল, ভাসতে-
ভাসতে বালুচর আর মাথায়  
কঁচ্চেপের মতো ধরেছে টাক;  


এতটুকু উত্তর আর খুঁজি না-  
টেংরা পুঁটি শিং মাছের বিল,
মেরে গেছে-ররঙধনু রঙের খোঁজ
খবর কেউ রাখে না প্রশ্নের মেঘ।


২৯ ফাল্গুন ১৪২৮ ১৪ মার্চ ২২