========================
শুধু টক ঝাল মিষ্টি- ভাল থাকতে কৃতি
রস তলে বৃষ্টি- মন্দ তবে অনাপ্রতি-
আষাঢ়ে ভিজে দিলো রূপালি মাঠ- শীতল
হলো মাটি- তবুও আষাঢ় নয় খরা পাটি;


তিতো হিংসা অহংকার আর কতোকাল
বিদ্বেষ চলবে সমাচার- এ কেমনি বা খবদার-
ভালবাসা নয় ওরকম খুন- ত্যাগেই মহৎ সৃষ্টি
তবুও কেনো ঝরালি রক্তনদী তুই নাকি প্রেমী।


১৫ আষাঢ় ১৪২৬, ২৯ জুন ১৯
---------------------------------------