আমাদের বিবেক এত লালসা কেন?
প্রশ্ন করলে উত্তর নেই- নীরব চাহুনি-
কাকে দায় করবে- নিজেই দায়- কারণ
কিছু করতে পারছি না কোন শিকলে
বাঁধা, কিসের ভয়ে মারা! এতটুকু বিবেক
বুঝতেছে না- প্রতিবাদের ভাষা আজ-


মৃত্যু নিদ্রা প্রায়; জেগে উঠে না- কখন
জাগ্রত হবে- প্রতিবাদি কণ্ঠস্বর শ্লোগান
দিবে- মিছিলে- মিছিলে রাস্তা অবরোধ করবে;
আজও জানা নেই শুধু চলছে খুন, ধর্ষণ
সমস্ত অপকর্মের লালসা মাত্র- জেগে
উঠো প্রতিবাদে গর্জে উঠো পথ সৈনিক।


১১ আশ্বিন ১৪২৬, ২৬ সেপ্টেম্বর ২০
----------------------------------------