ভালোবাসার কাঠ নাই
তাই চোখের বরাবর দরজা নাই;
অদৃশ্য চৌকাঠ শূন্যতেই
ঘুরা- রঙ বাহার ছবি শুধু আকাশ
কিংবা মাটির গায়ে অঙ্কন!
এতটুকু ভালোবাসার মাটি, বাতাসের
গন্ধ যে উত্তর দক্ষিণ ভাসে
কেউ, তাকে কতখানি প্রণয় বলে মুখে;
অন্তরে ভালোবাসা লুকে-
অতঃপর প্রণয় জল স্থল কোন বস্তু না।


০৯ অগ্রহায়ণ ১৪২৯, ২৪ নভেম্বর ’২২