=======================
একদিন শীতের সকাল
শিশির সিক্ত দুর্বাঘাসের ছুঁয়া
ফুলের পাপড়ি ছড়ানো ঘ্রাণ- হারিয়ে ফেলেছি!
আইল পাথরে দৌড়ানো নাটাই সুত ঘুড়ি-
দুপুরের রৌদ্রুজ্জ্বল দুরন্তপনা-
বৈকালির ধুলিবালি মাখা তাও হারিয়ে ফেলেছি।


এখনো মাঝে মাঝে খুব হচ্ছে করে আবার-
সেই রক্তিম সূর্য, সন্ধ্যার সুখতারা
এমন কি পূর্ণিমার জোছনাতে ফিরি-
রয়েই গেলো সুপ্ত প্রণয় ঘরে এক চঞ্চলতা;
শুধু মুখরিত জ্ঞান বিবেক বৃদ্ধি শ্রদ্ধা স্নেহের দেওয়াল
আর সাদা মেঘমাল্লা এই বুঝি দেয় ফাঁকি
তবুও কবিতা পাড়ায় ঘুমে যাই।


১১ চৈত্র ১৪২৫,২৫ মার্চ’১৯
------------------------