======================
বৃত্ত শাখায় ফুটে না আর প্রেমপদ্ম ফুল
অন্তর্গৃহে অন্ধ চোখে অহমিকা দোলছে দুল-
তবুও গল্প গায় অগ্নি- এপাট ওপাট জলারণ্য
কেনো বা হেসে হেসে দোলছে রোদ্দুর বর্ণ ?


শুধু কি একটা ক্ষীণ কবিতার আশায় !
রোজ তো- কত কবিতা ঝরায়-
একি বৃত্তসুখে জলধর- অতঃপর
ফুটে না আর প্রেমপদ্ম গুমটি ঘর ।
০৪-০৬-১৮
--------------