===================
অতঃপর ঘাম ঝরা মধ্যদুপুর-
চাঁদ দূরে থাকুক বা নাই থাকুক
সম্পর্ক ভেসে চলে স্বচ্ছ জলের ঢেউ !
তারপর সু-গন্ধী উড়ুক বা নাই উড়ুক-
এভাবে তো প্রণয়ে সাজে কেউ।


যাই বলো- বিবেক বুদ্ধি চেতনা বোধ-
ঢেঁর্কিশাকে মানুষত্ব তেজক্রিয় রোদ!
অট্রহাসি হাসো না বৃষ্টিভেজা সর্দি লাগে-
ঘুম ঘুম নেশাতে শূন্য হাওয়ায় উঠে ঢেউ !


নিঃস্বার্থ গাভীটার সম্পর্ক শুধু দুধভাত
ঐ বিড়াল ছাঁনার মিউ মিউ আওয়োজ-
একটু কুকুর ছাঁনার ঘেউ ঘেউ মুখসুন্দর ভাজ !
তাতে কি সু-সম্পর্ক গভীর- জানে না কেউ-
কি বুঝলে জলমাটি আকাশ প্রণয় তুলা ঢেউ ?
২৮-০২-১৮
========