আকাশের ভাবনাতে শ্রাবণের দোলা
তারার অমাবস্যার রাত-
যেনো লুকচোরী খেলা করছে চাঁদ;
কবিতাগুলো হারিয়ে যাচ্ছে
মেঠোপথ বেয়ে ধূলির কিনারায়
অথচ মৌমাছি দলছুট ডানায়!


নিয়মের করিডোরে-
আকাশ তারা চাঁদ ঠিকই থাকবে
বাতাস ঠিকই বয়বে শুধু
কবির উঞ্চতায় কালি থাকবে না
যত রস কবিতায়- মন খুলে
দেখো একদিন পূর্ণিমায়।
১৭ শ্রাবণ ১৪২৮, ০১ আগস্ট ২১