পড়ন্ত রোদের ছুঁয়ায় বসন্তের হওয়া
অরিরাম চলছে-
ফাল্গুনের ফুল ফুটানোর শুধু আহবান!
তবুও নিস্তবদ্ধতা
সারা অঙ্গে যমুনার ঢেউ বয়ছে ঠিক যখনী
প্রণয় নামে তুমি- হ্রদের ঘর তছনছ করলে-
বলো কি সুখ পেলে ?


প্রতিহিংসার খড়া ভুমিতে টয়লেট তল্লাশি
করা হবে-
তখন খুব কষ্ট পাবে স্মৃতিময় তলপেটে
এতটুকু জ্বলবে !
ভাবছো তাই সময়টা কই ? দূর আকাশের হাতছানি-
না -না বসন্ত ফাল্গুন এখানেই চলবে
প্রণয়ের তল্লাশি-
হোক না ক্ষত বিক্ষত তোমার আমার তাতে কি ?
সুখের পায়রা বনহাসের দল!
ঘর জঙ্গলে পোষী।
২২/০৫/১৭
------------