দিনের জ্ঞান আলো আগলা রাখিস
রাতের জ্ঞান কালো গোপন ভাবিস-
মনোচক্ষু বিবেক একটু খুঁলে দেখিস
চাঁদ, তারা তরুলতা দেখছে সবই;


তাই বুঝি জ্ঞানী গুণীজন ভেবে কয়
অতিচালাকে দাদা ভাই গলায় দড়ি-
আর নয় নয় জ্ঞান শূন্যতায় ফাঁকি
বিচার ময়দানে হবে হবেই ফাঁসি;


সারি বন্ধ মাটি দেখো- আঁধার বুঝ
একই পথে হেঁটে গেছে উত্তর সূরি
তুই আমি একই রক্ত- ভিন্ন নয় রে
মিথ্যা নয় রে সবাই একই প্রভু ভক্ত;


কারও গায়ে চন্দন কাট, কারও আবার
মাটির মায়া- কান্দে হায় বার মাস!
মনোচক্ষু বিবেক একটু খুঁলে দেখিস
চাঁদ, তারা তরুলতা দেখছে সবই;


১৩ আশ্বিন ১৪২৮, ২৮ সেপ্টেম্বর ২১