========================
মনের প্রত্যাবর্তন হলো কই এই সমরায়
শুধু দৃশ্যবরণ ভগমান আর খুঁজও!
আদর্শের নিলাখেলা তাও আবার এক চোখে
সোনালী ভোর হওবার স্বপ্ন দেখও ;
নীরবতা মানে মৃত্যু নয়- নয় কোন খেলা!
তবুও স্মৃতির গায়ে আয়না ভাঙ্গা মেলা।


তুমি হেঁটে যাও কোন দূরত্ব বা কাছের বৃন্দাবন
অথচ প্রেম খুঁজ, খুন চন্দ্রবতীর রাত-
নীল ধন জানি- আমার প্রত্যাবর্তন ঘটবে না ;
কেনো না আমি তোমাদের মতো মানুষ না
আমার পথের আলো নেই শুধু অন্ধকার-            
অতঃপর ঘটাও আর আদর্শে প্রত্যাবর্তন ভোর।


২৭ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ১১ জানুয়ারি ২০
---------------------------------------