=============================
ভেসে আসছে কফিন মেঘমাল্লা নিস্তেজ নীররে ভারি
পাখিদের জলভিজা কিচিমিচি- ঐ দেখো পৃথুলা-
একেমন নতুন সাজে- আট পাদঙ্কে গো- আট পাদঙ্কে ;


আবেগির জলনদী-দুচোখের কোণে অনাবৃষ্টির ঢেউ বয়ে চলছে-
রঙবিরল তরুলতাদেরও বুকভাঙ্গা শোকাহত আর্তনাদ-
কত আকুতি করে ডাকছে ‘পৃথুলা’ সোনালী সবুজের ঘ্রাণ;


হায় হায় পৃথুলা শুনছো- জেগে উঠো অপেক্ষায় জলসিক্ত প্রাণ;
তোমার জন্য জোছনামুখি- বুকভাসী কাঁন্নার হলো বান ?
হায় হায় পৃথুলা শুনছো- পৃথুলা দেখছো- এ জলরেখা চন্দ্রানন ।
২০-০৩-১৮
========