==================
নদীর ঢেউয়ে, পৌষ পবন নাচে
দেহ আলিঙ্গনে- উষ্ণতা হাসে-
হাসতে হাসতে যায় রে বেলা
কান্দার সময় নাই রে চোখে নাই;


পৌষ মরবে মাঘে- মাঘ কি আর
বুঝে-একই ঘাটে ভিজে শীতের মেলা
সূর্য নাই -উষ্ণ নাই- নাই রে নাই
এই জল মাটির দেহ মনে প্রভা।
১৮-১২-১৮
----------