এক ভোরে রবির কলতান শুনালে-
নিশিতে শশীর আঁধার নিঝুম বুঝালে;
শুধু বিদ্বেষের ঝরা রঙ, আঁকালে না-
বুঝালে না- তবু দিন চাতালের সৌরভ
গর্বে সোনালি ফসল কতটুকু দেখালে?


একেমন বিদ্বেষী মন ভাব বাতাসে ছড়ালে
ভেবো না প্রভু অভিশাপ এতটুকু দেখবে না;
কেনো না ক্যামরা বন্ধি প্রেম, প্রভু রেখেছে-
বিবেকের দ্বার খুঁলবে কোন স্বপ্নঘোর বিচারে
অতঃপর বিবেকের একচক্ষু, প্রভু চিনবে না।


০৪ অগ্রহায়ণ ১৪২৬, ১৮ নভেম্বর ১৯
----------------------------------