==========================
দেখলাম না ঠোঁটের ভাজে
করুন হাসি ! বাতাসেই শুধু দুলছে-
ধূসর গন্ধমাখা সুবাস যেনো,
গোলাপেই চুপটি করে মিশে আছে;
ঐ যে লাল টুকটুকে গোলাপ-
বাগানের কোণায় আকাশ দেখছে।


আর পূর্ণিমা রাত জুড়ে
গভীর থেকে গভীরতর ভাবনার দীর্ঘশ্বাস-
তবু হাসি আরালে একফোঁটা নোনা সমুদ্র জল বয়
আনন্দটা যেনো লজ্জার পরশমনি
ছুঁয়ে যায় কিছু তারার মেলা;


অতপর দেহের চঞ্চল হাসি-ই জানলো
কতটুকু প্রণয় মিশানো ব্যথ্যার কাজল-
পূথিবীর মায়া রাঙানো কত রঙ।
০৫-০৫-১৮
========