রঙ করা পুতুল খুঁজে পেয়েছো!
সমস্ত স্পর্শের ফুল হয়েছে গন্ধহীন
বাতাসে বাতাসে ভেসে আসে না;
কেনো হলে জোছনাহীন আকাশ?
দল বাঁধা তারার ঝালকানি পাই না-
অন্তত অনলে জ্বলন্তময় হাত! সোনালি
মাঠ- একটি বারও খুঁজেই পাও না,
কারণ ছিলে শুধু রঙ করা পুতুল।


১৮ আশ্বিন ১৪২৮, ০৩ অক্টোবর ২১