==================
তোমার শহরের অলি গলি পথ
দৃষ্টির পলকে পলকে ভেজাও-
ভেজা পথের বাঁকে পিছলে যাই!
কৃষ্ণচূড়ার লাবণ্যে কোথায় জানি
হারিয়ে যাই- সরিষা ফুলের গাঁয়;


বিরহের আগুন নিস্তব্ধতায় পোড়াই
সবুজ ক্যানভাসে সঞ্চিত ধোঁয়া উড়াই-
মধ্যরজনীতে হাঁটি- বিরহে চিনতে চাই;


কেমন তোমার শহর! কেমন উষ্ণ পথ
শহরে অলি গলি ঘোরবো যেথায় সেথায়
গোলাপি কিংবা হলুদ রঙের পথ সাজাই-  
দৃষ্টি থাকুক না হয় ভেজা কোন রাঙা পথ।


২০ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০৪ জানুয়ারি ২০
----------------------------------------