===========
একটা মাটির চতুর্ভুজ
দে বানাইয়া-
দুর্বাঘাসে কেল্লাঘাসে
দে সাজাইয়া।
দূর থেকে বহু দূর
উড়ে আসবে রঙিলা ফড়িং-
বসবে ফুলের উপর
একটু আদর করিইয়;


পাহারায় রাখিস ও স্বজন
লোকলজ্জার পায় না জানি ভয়-
মেঘলা মেঘ কে বলিস!
ঝরে না জানি বৃষ্টি- প্রণয়ে ফড়িং
যদি নোনা জল অন্তচক্ষু বয় -
ঘাস বুক জুড়ে ভিজে যাবে-
জলস্পর্শে- একটু
সান্তনা পায়ইয়া।
০৯-১০-১৮
------------