========================
রঙবিরল কবিতার এক একটা চাওয়া
শুধু স্বর্গের ফুল-
কেমন ঘ্রাণ চাও- জানতে চাওয়া হলে কবিতার
মুখমণ্ডল যেনো মাকাল ফল;
তবুও মাঝিমাল্লা নেই অথৈ জল!


তারপরও জেনো পূর্বাকাশে কবিতার ঝিলিক
সন্ধ্যামালতীতে হেসে উঠে চাঁদ-
অথচ স্বপ্নডাঙ্গায় স্বর্গ- নরক !
ভাবনার চিবুকে আঙ্গুলের ছাপ
এই নাও কবিতা স্বর্গের স্থল-
অতঃপর প্যান্টের পকেটে এঁকে দেয়
হাজারও রঙতুলির খাপ।


১৬ চৈত্র ১৪২৫, ‍৩০ মার্চ ১৯
——————————