===================
কত নিয়ম -কত রীতিনীতি
তার মধ্যে চলছে জীবন স্মৃতি!
কিসের পাপ কিসে বা মোমের খাপ
দিবানিশি জ্বলছে কত যে তাপ;
অথচ হুশ হলো না- হুশ হলো না-
ভাবি মোরা এই তো জীন্দালাশ;


ভাবি না তাও -হইয়া খাঁটি
মাটির দেহে জীন্দালাশের বাসনা বাঁশি-
উড়বে বুঝি নিয়মে দুর্বাঘাস
থাকবে শুধু রীতি নীতিতে
জোছনা আঁধার বার মাস।


দেখবে না তখন হইছে বন্ধি
দীঘল কালো পাপ আর রীতিনীতি।


১০ চৈত্র ১৪২৫,২৪ মার্চ’১৯
------------------------